• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মচারিদের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি

  • ''
  • প্রকাশিত ০৫ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার অর্ধশত বছর পরেও দেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় প্রায় ৪০৩ জন কর্মচারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হয়নি। একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হয়েও সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। তাদের নেই কোন উৎসব বোনাস, নেই কোন চিকিৎসা ভাতা, তাদের সরকারি ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হয়। এমনকি চরম অসুস্থতা অথবা পরিবারের সমস্যার কারণে কর্মস্থলে উপস্থিত না থাকতে পারলে বেতন কর্তন করা হয়। সারা নির্দিষ্ট একটি বেতনে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় যা দৈনিক ৫০০ টাকা হারে। একজন শ্রমিকের বেতন ঢাকা সিটিতে ৫০০, চট্টগ্রাম সিটিতে ৫০০, ঠিক তেমনি বগুড়ায় ৫০০ মাসিক ২৬ দিনের বেতন ১৩ হাজার টাকা দেওয়া হয়। এই পারিশ্রমিকে তারা চরম মানবেতর জীবন যাপন করছে। দাপ্তরিকভাবে বিভিন্ন সময় তারা দাবি করলে তাদেরকে চাকুরীচ্যুত করার হুমকি প্রদান করা হয়।

সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় লালবাগের কেল্লা, পাহাড়পুর বৌদ্ধ বিহার, মহাস্থানগড়, বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ সহ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নস্থানগুলোকে সার্বক্ষণিক পরিষ্কার ও পরিচ্ছন্ন বাগান পরিচর্যা  করে সৌন্দর্যবৃদ্ধির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আয় তারা ভূমিকা রাখছে।

 কিন্তু তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাদের আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী তাদের দিকে সুদৃষ্টি দিবেন। তারা যেন পরিবার-পরিজন নিয়ে একটু স্বাচ্ছন্দে চলতে পারে, এজন্য তাদেরকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করে, তাদের মর্যাদাশীল জীবন যাপনে সহায়তা করতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads